Skin Care

৭ দিনে ফর্সা হবার লোভে ক্যান্সার কিনচ্ছেন না তো?

৭ দিন-১৪ দিন-২০ দিন ব্যবহারে স্কিন ফর্সা করে ফেলবেন এমন ইচ্ছা থাকলে, ন্যাচার কেয়ার আপনার জন্য নয়।

এবং, এই ধরনের প্রডাক্ট গুলো ব্যবহারের আগে অন্তত ২ বার ভেবে নিবেন, আসলেই আপনার ব্যবহার করা উচিত হবে কিনা।

প্রথমত, ৭-১৪ দিনে ব্যবহার করে ফর্সা হয়ে যাবেন, এমন মার্কেটিং করা প্রত্যেকেই প্রতারক এবং রীতিমত প্রকাশ্যে কাষ্টমার ঠোকানো। এদের থেকে দূরে থাকবেন।

দিত্বীয়ত, এই ধরনের প্রডাক্ট গুলোতে প্রচুর পরিমাণ ক্ষতিকর ক্যামিকেল থাকে, যা স্কিনের জন্য বিষের সমান।

এছাড়াও, এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত BSTI এবং ISO অনুমোদিত হয় না। এই ধরনের প্রোডাক্টের বড় কাষ্টোমার মার্কেট হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। কারন আমরা তাদের এমন লোভনীয় মার্কেটিং-এর ফাঁদে খুব সহজেই পা দিয়ে ফেলি ফর্সা হবার শখে।

এই সব প্রোডাক্ট ব্যবহার করলে কি কি ক্ষতির সম্মুখিন হতে পারে?

এই ধরনের প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহারে অনেক সময় বিভিন্ন ধরণের ক্যামিকেল রিএকশন হতে পারে। অনেকের ত্বকের অনেক ধরণের সমস্যা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রেই অল্পতে সেরে গেলেও, উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি করে এই সব প্রোডাক্ট। অনেকের ত্বকের ক্যান্সারের কারণও হয়ে যেতে পারে এসব প্রোডাক্টে থাকা উপাদানগুলো। আবার, চিকিৎসার জন্য অনেকের গুনতেঁ হতে পারে লাখ টাকাও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *