অল্প বয়সে চুলে পেকে যাচ্ছে? এমন অবস্থায় আমরা সবাই যা করি, তা হলো চুলে কালার করা। তবে এতে চুলের অবস্থা কতটা বাজে হয়ে যায়, তা আমরা সবাই জানি।
আসুন আজ ঘরোয়া উপায়ে চুল কালো করার কিছু পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে।
১। চুল কালো করার সবচেয়ে ভালো এবং সহজ উপায় হলো চা। ৩ টেবিল চামচ চা পাতা পানিতে ফুটিয়ে রেখে দিন। পানি ঠাণ্ডা হলে মাথায় লাগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। (শ্যাম্পু করার প্রয়োজন নেই।)
২। ৩ টেবিল চামচ আমলা পাওডার, ৩ টেবিল চামচ হেয়ার পাওডার এবং ১ টেবিল চামচ কফি পাউডার এক সাথে মিশিয়ে পেষ্ট তৈরি করে চুলে লাগিয়ে নিন। ১ ঘন্টা পর শ্যাম্পু করুণ।
৩। ব্লাক কাষ্টোর অয়েল চুল ঘন এবং কালো রাখতে বিশ্ব বিখ্যাত। আপনার ব্যবহারের চুলের তেলের সাথে খুবই সামান্য পরিমান ব্লাক কাষ্টোর অয়েল মিশিয়ে ব্যবহার করুণ, ২ মাসের মধ্যে চুলের চেহরা পালটে যাবে।