Skin Care

ত্বক ফর্সা করার উপায়। পর্ব-১

ত্বকের উজ্জলতা বৃদ্ধি করা যেনো সকলেরই শখের বিষয়। শুরুতেই বলে রাখা ভালোঃ

*৭ দিন-১৫ দিন ব্যবহারে ফর্সা হবেন এমন যেকোনো পন্য থেকে দূরে থাকুন। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো ত্বক কালো থেকে ধবধবে সাদা করার প্রলোভন দেখায়। এধরনের প্রোডাক্ট থেকে অবশ্যই দূরে থাকুন।*

ত্বক ফর্সা এবং কোমল রাখার প্রধান শর্ত হচ্ছে নিয়মিত যথেষ্ট পরিমান পানি পান করা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা।

এছাড়াও, কিছু ঘরোযা উপায় বলচ্ছি যার মাধ্যমে, ত্বকের মৃত কোষ দূর করে, রোদে পোড়া ভাবে দূর করে ত্বকে ভেতর থেকে উজ্জ্বল করবে।

১ চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে ম্যাসাজ করুন। চিনি গলে গেলে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধবার জন্য ফেস ওয়াস খুব সতর্কতার সাথে বাছাই করতে হবে। বাজারের নকল প্রোডাক্ট থেকে দূরে থাকতে হবে।(এছাড়াও, ন্যাচার কেয়ারে কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোপ আছে, যেগুলো ফেস ওয়াসের বিনিময়ে ব্যবহার করা যায়)।  লেবুর রস ব্যবহার করার পর অবশ্যই ভালো কোনও ময়েশ্চরাইজার লাগিয়ে নিবেন। পাতিলেবুর রস ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

*পরবর্তী পার্ট গুলো পর্যায়ক্রমে পেজে পোষ্ট করা হবে।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *