Skin Care

ঘরোয়া উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করুণ আপনার হাত এবং পায়ের

আমরা চেয়ারার যত্নের বিষয়ে সচেতন নয়, এমন খুবই কম মানুষই আছি।

আবার অনেকে নিয়মিত বিভিন্ন স্কিন কেয়ার রুটিনও ফলো করে থাকি চেহারার উজ্জ্বলতা এবং প্রাণবন্ত ভাব ধরে রাখার জন্য। কিন্তু, শরীরের বাকি অংশের যত্ন তেমনটা না নেওয়াতে সহজেই মলিন এবং প্রাণহীন হয়ে পরে। ফল স্বরূপ হাতে পায়ে বিভিন্ন দাগ-ছোপের দেখা যায়। এই ধরনের দাগ ছোপ দূর করাও কঠিন বটে। হাত-পায়ের সৌন্দর্য, আমাদের সার্বিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাবুন তো, আপনার চেহারা খুবই উজ্জ্বল-প্রাণবন্ত। কিন্তু, আপনার হা-পা খুবই মলিন এবং প্রাণহীন, তবে কেমন লাগবে?

তাই আসুন আজ আপনাদের জন্য ঘরোয়া উপায়ে হাত-পায়ের যত্ন নেওয়ার উপায় কিছু উপায় শেয়ার করি।

অ্যালোভেরা + শসা

স্কিন কেয়ারের জন্য অ্যালোভেরা খুবই উপকারী উপাদান। চুল, ত্বক, স্বাস্থ্যর জন্য অ্যালোভেরার জেল কিংবা রস খুবই গুরুত্বপূর্ণ। আবার, শসার রসও খুবই উপকারী।

১ টেবিল চামচ অ্যালোভেরার রস এবং ৩ টেবিল চামচ শসার রস এক সাথে ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে ও পায়ে ভালো ভাবে লাগিয়ে নিন।  লাগানোর ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে ম্যাসাজও করতে পারেন। হাত-পায়ের কালো দাগ দূর করতে এই মিশ্রণ খুবই উপকারী। সপ্তাহে ৪-৫ দিন ব্যবহার করুণ। চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারবেন।

অথবা হাত ও পায়ে অ্যালোভেরা জেল লাগিয়ে যতক্ষণ খুশি রাখুন। ইচ্ছামতো পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোজ করতে পারেন এটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *