লম্বা চুলের শখ নেই এমন বাঙ্গালী নারী খুজে পাওয়া দুষ্কর।
আমাদের অনেক সময় প্রশ্ন আসে চুল এক মাসে কয়েক ইঞ্চ লম্বা কি ভাবে করা যাবে। এবং দ্রুত লম্বা করার উপায় কি?
আজ এই নিয়ে কথা বলবো যে, চুল এক মাসে কত টুকু লম্বা হতে পারে এবং চুলের বৃদ্ধি কি ভাবে নিশ্চিত করা যায়।
চুলের সাধারন বৃদ্ধির হার হচ্ছে ১ সে.মি. থেকে ১.৫ সে.মি., অর্থাৎ, আধা ইঞ্চ-এর কাছাকাছি।
তবে, অনেকের চুলে পুষ্টি গুনাগুনের উপর নির্ভর করে, চুল লম্বার হার উপরক্ত হার থেকে কিছুটা কম কিংবা কিছুটা বেশি হতে পারে।
এবার আসি, কি ভাবে চুলের বৃদ্ধি নিশ্চিত করা যায়?
চুলের বৃদ্ধি নিশ্চিত করার জন্য, প্রয়োজন নিয়মিত চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টী সরবরাহ করা। চুল লম্বা করতে সহায়তা করে এবং নতুন গজাতে সাহায্য করে , এমন একটি তেল হচ্ছে ব্লাক কাস্টর অয়েল।
ব্লাক কাস্টর অয়েলে আছে Nutrient-Rich, Omega-6 Fatty Acids, Moisturizing Properties এবং Antimicrobial Properties যা চুলকে গোড়া থেকে মজবুত করে, নতুন চুল গজানো নিশ্চিত করে, চুলকে ঘন কালো রাখে এবং চুল লম্বা করতে খুবই কার্যকরী। এছাড়াও, নিয়মিত ব্যবহারে চুলের উপর একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যা, চুলকে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে।
আপনাদের হেয়ার কেয়ার রুটিনকে আরো সহজ এবং এফেক্টিভ করার জন্য ন্যাচার কেয়ার নিয়ে এসেছে ন্যাচার কেয়ার ব্লাক কাস্টর অয়েল। ন্যাচার কেয়ার ব্লাক কাস্টর অয়েল ব্যবহারে কিছু সতর্কতা-
ন্যাচার কেয়ার ব্লাক কাষ্টর অয়েল ১০০% প্রাকৃতিক তাই সরাসরি চুলে ব্যবহারযোগ্য নয়। ব্যবহারের পূর্বে রেগুলার চুলের তেলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে ভালো ভাবে ম্যাসাজ করুন। অধিক ভালো ফলাফলের জন্য ন্যাচার কেয়ার হেয়ার অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করুন।
বিঃদ্রঃ সকলের চুলের পুষ্টি গুনাগুণ একই রকম নয়। চুলের বৃদ্ধি জেনেটিক্স, সামগ্রিক স্বাস্থ্য অবস্থ্যা, এবং আপনার হেয়ার কেয়ার রুটিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর নির্ভরশীল।
Useful information