“আলু” আমাদের নিত্বদিনের চির চেনা একটি খাবার।
কিন্তু এই আলুর মাধ্যমে যে আমাদের স্কিন গ্লোয়িং করা যায়, ব্রণ মুক্ত করা যায়, সেটা কি আমরা জানি?
আমাদের স্কিনের যত্নে কি ভাবে আলু ব্যবহার করা যায়, তা জানবো আজ আমরা-
১। চোখের নিচের কালো দাগ দূর করুনঃ বিশেষজ্ঞদের মতে, আলু আমাদের চোখের নিয়ে কালো দাগ দূর করতে খুবই উপকারি। পাতলা করে গোল আকারে আলু কেটে নিন। এরপর পরিষ্কার কাপড়ের টুকরোতে মুড়িয়ে ২০ মিনিট চোখের নিচে দিয়ে রাখুন। এভাবে কয়েক সপ্তাহ কেয়ার করলে, চোখের কালো দাগ দূর হয়ে যাবে।
২। ব্রণ দূর করুনঃ আলু থাকা একটি বিশেষ উপাদান “ক্যাটেকোলজ, যা আমাদের ত্বকে থাকা ব্রণের কালো দাগ দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ আলুর রস, আধা টেবিল চামচ টমেটোর রস, আধা চামচ মধু একসাথে মিক্স করে মুখে লাগিয়ে নিন। ২০-২৫ মিনিট মুখে রেক্ষে মুখ ধুয়ে পেলুন।
৩। মৃত কোষ পরিষ্কার করুনঃ আলুতে প্রচুর পরিমানে “এক্সফলিয়েটর” থাকে, যা ত্বকে থাকা ধুলো-ময়লা দূর করতে খুবই উপকারী।
৪। রোদে পোড়া দাগ দূর করুনঃ আলু ত্বক শীতল রাখতে সাহায্য করে।রোদে পোড়া অংশে আলু পাতলা করে কেটে লাগানো যেতে পারে। এছাড়াও কয়েক টুকরো আলু ব্লেন্ডার করে মুখে প্যাকের মতো ব্যবহার করুণ। রোদে পড়া দাগ চলে যাবে।